Monday 7 November 2016

আবার বাংলাদেশে হিন্দু নির্যাতন -- নভেম্বর 2016

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হরিণবেড় গ্রামে যে ধরণের হিন্দু নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টুইটার-এ, নানারকম বক্তব্য প্রকাশিত হচ্ছে| এ সম্বন্ধে আমার কিছু নিবেদন আছে, সবাই বিচার করবেন |
1. এই নির্যাতন হঠাৎ করে হয় নি, বহুকালের ধারাবাহিকতা অবলম্বন করে হয়েছে | এই প্রক্রিয়া আরম্ভ হয়েছিল নোয়াখালীতে, 1946 সালে, তার পর থেকে, এস ওয়াজেদ আলীর ভাষায়, "সেই tradition সমানে চলেছে" | রস দাস নাম যে হিন্দু ছেলেটির নাম বলা হচ্ছে সে কাবা শরীফ-এর অপমান করে facebook-এ পোস্ট করেছে তা যে মিথ্যা তা বলার অপেক্ষা রাখে না | ছেলেটি পশ্চাদপদ মৎস্যজীবী পরিবারের, প্রাইমারী পাশ, তার পক্ষে এরকম কাজ করা technologically সম্ভব নয় |
2 . তবে এর নামে অপবাদ দেওয়া হচ্ছে কেন ? হচ্ছে, তার কারণ, হিন্দুর ওপর নির্যাতন শুরু করতে গেলে একটা অজুহাত দরকার -- এটাই সেই অজুহাত |
3. নির্যাতন হচ্ছে কেন ? হিন্দুর জমির লোভে, আবার কেন?  এই একই জিনিস হয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়া জেলারই নিদারাবাদ গ্রামে, 1989 সালে, যখন জমির লোভে কতিপয় মুসলিম ছয়জনের একটি হিন্দু পরিবারকে হত্যা করে তাদের চুনের ড্রামে ভরে পুঁতে রেখেছিলো |
4. টুইটারে এবং অন্যান্য মিডিয়ায় বেশ কিছু হিন্দু  আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং করছেন | অনেকে তো তাবৎ বাঙালি-মুসলমানের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছেন, অশালীন কথাও ব্যবহার করেছেন |
4A. এই সব ঘটনা -- অর্থাৎ হিন্দুর উপর অত্যাচার এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া -- আমাকে অসম্ভব  বিচলিত করেছে | তার কারণ একাধিক | প্রথমত আমার পরম শত্রুও বোধ হয় স্বীকার করবে যে বাংলাদেশী হিন্দুদের নিয়ে ভারতে যে কটি লোক ভাবে এবং বলে আমি তাদের একজন -- তাদের জন্য কিছু করতে পারি বা না পারি | দ্বিতীয়ত, আমার পিতৃকুল ও মাতৃকুল, দুই কুলেরই বাস ছিল এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় | তৃতীয়ত, বাংলাদেশ সম্বন্ধে ওয়াকিবহাল হবার ফলে আমি আন্দাজ করতে পারি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে | তাই এই প্রসঙ্গে দু-একটি কথা |
5. এই সব অশালীন কথা ব্যবহার করলে কারুর কারুর গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলিম সমুদ্রের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হিন্দুদের ভালো হবে না খারাপ হবে?
6.এ কথা নিঃসন্দেহে সত্য যে আওয়ামী লীগে অনেক সাম্প্রদায়িক  মানুষ আছে, জমি-বুভুক্ষুও অনেক আছে | কিন্তু দলটার ঘোষিত নীতি তো হিন্দুবিরোধী নয় ! এবং শেখ হাসিনার মৌলবাদ-বিরোধিতা সম্বন্ধেও আমার ব্যক্তিগতভাবে মনে কোনো সংশয় নেই | এর চাইতে যদি জামাত বা তাদের সমর্থক বি এন পি-র সরকার হতো তাহলে কি ভালো হতো? বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বিনয় কাটিয়ার হবেন না ! শেখ হাসিনা অথবা খালেদা জিয়া-ই হবেন !
এই সব কথা বিবেচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, এই আমার অনুরোধ |